শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

জাতীয় প্রেসক্লাবে বিজয়ীদের এবিপিসির অভিনন্দন

জাতীয় প্রেসক্লাবে বিজয়ীদের এবিপিসির অভিনন্দন

স্বদেশ রিপোর্ট: ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে বিজয়ী সভাপতি ফরিদা ইয়াসমীন এবং সেক্রেটারি ইলিয়াস খানকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)। সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সেক্রেটারি শহীদুল ইসলাম এবং প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এক বিবৃতিতে প্রেসক্লাবের সদস্যদেরকেও ধন্যবাদ জানিয়েছেন করোনার তাণ্ডবের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ইতিহাস সৃষ্টির বিজয় দেয়ায়

প্রেসক্লাবের ইতিহাসে এই প্রথম একজন নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। এর আগেও সাধারণ সম্পাদক হিসেকে জয়ী হয়ে ফরিদা ইয়াসমীন জাতীয় প্রেসক্লাবের ইতিহাসে নারী হিসেবে নয়া অধ্যায়ের সংযোজন ঘটিয়েছেন। এবারের নির্বাচনে সেই অধ্যায় মহিমান্বিত হলো ভোটার-সদস্যদের অকুণ্ঠ সমর্থনে এবং শেখ হাসিনার নেতৃত্বে নারী ক্ষমতায়নের যে প্রয়াস চলছে তার প্রতিই সাংবাদিক সমাজের সমর্থনের ব্যাপারটি আরো উজ্জ্বলভাবে দৃশ্যমান হলো। প্রবাসের সাংবাদিকরা আশা প্রকাশ করেছেন, নয়া নেতৃত্বে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের বিদ্যমান সমস্যা সমাধানের পথ আরো সুগম হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877