মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

আজকের রাশিফল সোমবার ৪ জানুয়ারি ২০২১

আজকের রাশিফল সোমবার ৪ জানুয়ারি ২০২১

মেষ:প্রতিবেশীর সঙ্গে শত্রুতা থেকে দূরে থাকুন।সকালের দিকে মাথার যন্ত্রণা বাড়তে পারে। আজ বন্ধুর প্রতি ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ।
বৃষ:অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ।

মিথুন:আপনার সহ্যক্ষমতা আপনাকে বাঁচাবে। ভাল কাজের পরিপ্রেক্ষিতে হতাশা জুটবে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, উন্নতির যোগ রয়েছে।
কর্কট:বাবার শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে।

সিংহ:অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে।অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হবে।
কন্যা:পারিবারিক দিকে সুখ শান্তি বজায় থাকবে। ভ্রমণের পরিকল্পনা নষ্ট হতে পারে। সকাল থেকে মানসিক চাপ বাড়তে পারে।

তুলা:প্রেমে জন্য নতুন কিছু চিন্তা।ব্যবসায় দারুণ অর্থ প্রাপ্তি যোগ আছে।সকালের দিকটা ভাল চললেও বিকেলটা খুব একটা ভাল নয়।
বৃশ্চিক:বড় ভাই ও বন্ধুর সাহায্যে আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে সফল হবেন। আজ দূরে কোথাও বেড়াতে যেতে পারেন।

ধনু:গুরু জনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। বিশেষ উচ্চ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে।
মকর:অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি পাওয়ায় ফলে শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের কোনও ভাল খবর পেতে পারেন।

কুম্ভ:গুরু জনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। বিশেষ উচ্চ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে
মীন:অর্থ ভাগ্য মধ্যম প্রকার। প্রেমের ব্যাপারে অবসাদ আসতে পারে। আজ একটু বিষণ্ণ ভাব আসতে পারে। নিজের মতে না চলায় সমস্যা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877