শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

রংপুরের শ্যামপুরে অর্ধদিবস হরতাল চলছে

রংপুরের শ্যামপুরে অর্ধদিবস হরতাল চলছে

স্বদেশ ডেস্ক:

চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রংপুরের শ্যামপুর বন্দর এলাকায় অর্ধদিবস হরতাল চলছে।

বুধবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এ হরতাল চলবে।

এদিকে সকাল সাড়ে ৬টার দিকে শ্যামপুর চিনিকলের প্রবেশপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন আখচাষিরা।

এ সময় চিনি মিল বিক্রয়ের প্রতিবাদে ‘আখচাষি শ্রমিক-কর্মচারী এক হও’, ‘আখ কাটতে দেব না’ স্লোগান দেন শ্রমিকরা।

এদিকে একই দাবিতে শ্যামপুর চিনিকলের সামনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। দাবি না মানলে রেলপথ-রাজপথ বন্ধের হুমকি দিয়েছেন তারা।

মঙ্গলবার এই আধাবেলা হরতালের ডাক দিয়েছে রংপুরের শ্যামপুর চিনিকলের শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী ও আখচাষিরা।

আন্দোলনকারীদের অভিযোগ, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার সেখান থেকে সরে না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শ্যামপুর এলাকার আখ শ্যামপুর চিনিকলে মাড়াই করার সিদ্ধান্ত দেয়া না হলে জমির আখ কেটে অন্য ফসল আবাদ করা হবে।

শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন জানান, বুধবার ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে। স্টেশনে কোনো ট্রেন যাতায়াত করতে দেয়া হবে না, দোকানপাটসহ সব কিছুই বন্ধ থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877