শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাজধানীতে ৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেপ্তারের নির্দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি অন্তঃসত্ত্বা সাংবাদিককেও হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে সিরিয়ায় আসাদের ‘বিশ্বস্ত’ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল
পেলের রেকর্ড ভাঙলেন ‘অপ্রতিরোধ্য’ মেসি

পেলের রেকর্ড ভাঙলেন ‘অপ্রতিরোধ্য’ মেসি

স্বদেশ ডেস্ক:

ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলের রেকর্ড ভেঙে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড এখন তার দখলে।

স্প্যানিশ লা লিগায় রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে গতকাল মঙ্গলবার রাতের ম্যাচে ০-৩ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে মেসি ছিলেন অপ্রতিরোধ্য। তার দুর্দান্ত পারফরম্যান্সে দলও দুলেছে আনন্দের দোলে।

বার্সেলোনার হয়ে ম্যাচের তিন নম্বর গোল করেন মেসি। প্রথম দুটি গোলের ভাগিদারও তিনি। গোলের সুচনা করেন ক্লেমোঁ লংলে, দ্বিতীয়টি আসে মার্টিন ব্রাথওয়েটের পর থেকে।

ব্রাজিলের কিংবদন্তি পেলে সান্তোসের হয়ে ১৯ মৌসুমে করেছিলেন ৬৪৩টি গোল। ১৯৫৬ থেকে ১৯৭৪ পর্যন্ত এই কটি গোল করেন তিনি। বার্সায় মেসি প্রথম গোল করেন ২০০৫ সালে।

ম্যাচটিতে জয় নিয়ে ১৪ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-০ গোলে জেতা আতলেতিকো মাদ্রিদ ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে সোসিয়েদাদ। চার নম্বরে থাকা ভিয়ারিয়ালের পয়েন্টও ২৬, তারা খেলেছে ১৫ ম্যাচ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877