শনিবার, ০১ Jun ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিয়া ছাড়া কোনো সেক্টর কমান্ডার যুদ্ধক্ষেত্রে ছিলেন না: মির্জা আব্বাস দুবাই নিয়ে তরুণীদের অনৈতিক কাজে বাধ্য করতেন তারা চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি আবার চালুর ঘোষণা, চলবে যত দিন ‘অল আয়েস অন রাফা’ : বিশ্বজুড়ে যা প্রায় ৫০ মিলিয়ন লোক শেয়ার করছে মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বনই সরকার রাখেনি : রিজভী রোহিঙ্গাদের নিয়ে করা আশঙ্কার আলামত দেখা যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির বিরুদ্ধে প্রচার চালানো হতো এমন ১৪৮ অ্যাকাউন্ট ও পেজ সরিয়েছে ফেসবুক পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত’ শব্দ মুছে ফেলা দুঃখজনক : মোমেন পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র পারফেক্ট নয় : ওবায়দুল কাদের রাত ১২টায় বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিমানবন্দরে আটকা হাজার হাজার কর্মী
ফাইজারের ভ্যাকসিনের নথিতে সাইবার হামলা

ফাইজারের ভ্যাকসিনের নথিতে সাইবার হামলা

স্বদেশ ডেস্ক:

ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) থেকে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের তথ্য চুরি করতে সাইবার হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বায়োএনটেক জানায়, ভ্যাকসিন অনুমোদনের জন্য তারা ইএমএ’তে তথ্য জমা দিয়েছিল। সেসময় এ সাইবার হামলা হয়। করোনা সম্পর্কিত নথিগুলি ‘অ্যাক্সেস’ করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুইটি ভ্যাকসিন অনুমোদনের বিষয়ে কাজ করছে ইএমএ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এ সময়ের মধ্যে সাইবার হামলার শিকার হতে হবে এমনটা ধারণা ছিল না বায়োএনটেকের। সাইবার হামলার বিষয়টি এক বিবৃতিতে নিজস্ব ওয়েবসাইটে স্বীকার করেছে ইএমএ। এ বিষয়ে সেখানে বিস্তারিত কিছু বলা হয়নি।

বায়োএনটেক বলেছিল যে সাইবার-আক্রমণটি প্রত্যাশা করা হয়নি। ইএমএ তার ওয়েবসাইটে সংক্ষিপ্ত বিবৃতিতে সাইবার-আক্রমণের প্রকৃতি সম্পর্কে কোনো বিবরণ দেয়নি, পুরো তদন্ত শুরু হয়েছে। সংস্থার একজন মুখপাত্র বলেছেন যে এটি এখনো ‘কার্যকরী’।

ইএমএ আশ্বাস দিয়েছে যে সাইবার-আক্রমণটি টিকার উপর কোনো প্রভাব ফেলবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877