স্বদেশ ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাজপথে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বিরূপ আবহাওয়া উপেক্ষা করে গত শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা দুর্নীতি ও করোনা মোকাবিলায় ব্যর্থ নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেয়। খবর এবিসি নিউজ।
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন থেকে বিক্ষোভ চলছে। শনিবার জেরুজালেম ছাড়াও ইসরায়েলের অন্য শহরেও বিক্ষোভ হয়। নেতানিয়াহুর বিরুদ্ধে বেআইনিভাবে দামি উপহার গ্রহণ ও ইতিবাচক মিডিয়া কাভারেজ পেতে অবৈধ বাণিজ্যিক সুবিধা দেওয়ার অভিযোগে মামলা চলছে।
অন্যদিকে অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার বেইত হানুন শহরে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসের একটি পর্যবেক্ষক টাওয়ারের ওপর এ হামলা চালানো হয়। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনীর দাবি, গাজা থেকে রকেট ছোড়ার জবাবে এ হামলা চালিয়েছে তারা।