বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে তার মৃত্যু হয়। আজ শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
অপু ফেসবুকে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ (বৃহস্পতিবার) রাত ১টার পরে আমার মা মারা গিয়েছেন। আমার মা যদি কখনও কাউকে কষ্ট দিয়ে থাকেন, অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন। যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, মেসেজ দিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছেন, তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। মা’র জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন- অপু বিশ্বাস।’
জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় ছিলেন শেফালি বিশ্বাস। গত কয়েকদিন আগে স্ট্রোক করার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তার ফুসফুসে পানি জমেছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা যান।
অপুর সহকারী সজল জানিয়েছেন, শেফালি বিশ্বাসের শেষকৃত্যের জন্য লাশ বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।
শাকিব খানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর ছোট মেয়ে অপুর বাসায়ই থাকতেন শেফালি বিশ্বাস।