বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা খতিয়ে দেখতে কমিটি গঠনের সিদ্ধান্ত বেইজিং চুক্তি বাস্তবায়নে সৌদি আরব, চীন, ইরান বৈঠক রিমান্ড শুনানিতে কামরুলকে ‘সালাম’, নাজিরের কার্যালয় ভাঙচুর ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ অন্তর্বর্তী সরকারের ওপর সন্দেহ আসতে শুরু করেছে : মির্জা ফখরুল সরকারের সাথে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমীরের ১৪ শিক্ষার্থী প্রয়োজনে আবারো অভ্যুত্থান হবে : সারজিসের কঠোর হুঁশিয়ারি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে ১১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি ও বিশ্বব্যাংক প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন দেয়া হবে : আইন উপদেষ্টা বেতনের দাবিতে ফের সড়কে শ্রমিকরা, দুর্ভোগে মানুষ
বার্সায় থেকে যাওয়া প্রসঙ্গে যা বললেন মেসি

বার্সায় থেকে যাওয়া প্রসঙ্গে যা বললেন মেসি

স্বদেশ ডেস্ক:

নিজের দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছেড়ে চলে যেতে চেয়েছিলেন লিওনেল মেসি। জোর গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমাচ্ছেন এ আর্জেন্টাইন তারকা। তবে শেষ পর্যন্ত স্পেন থেকে উড়াল দেওয়া সম্ভব হয়নি তার, থেকে যেতে হচ্ছে বার্সাতেই। মেসি নিজেই বার্সেলোনায় তার থেকে যাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম গোল ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বার্সায় থেকে যাওয়া প্রসঙ্গে নানা কথা বলেছেন।

মেসি তার সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি ভেবেছিলাম এবং নিশ্চিত ছিলাম যে আমি চলে যেতে পারব। আমি সভাপতিকে (বার্সা প্রেসিডেন্ট) সবসময়ই বলে এসেছি মৌসুম শেষে আমি সিদ্ধান্ত নেবো- আমি থাকব না, চলে যাব। এখন তারা বলছে আমি আগে বলিনি, কেন ১০ জুনের আগে জানাইনি? জুনের ১০ তারিখে আমরা করোনাভাইরাসের কারণে লা লিগার মাঝামাঝি পর্যায়ে ছিলাম এবং মহামারির কারণে মৌসুমটা পিছিয়ে গিয়েছিল।’

তিনি বলেন, ‘এখন আমি ক্লাবে থেকে যাচ্ছি কারণ প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন যে, ছাড়ার একমাত্র উপায় ৭০০ মিলিয়ন ইউরো দেওয়া এবং এটি অসম্ভব।’

মেসির দলবদলের গুঞ্জন যখন চরমে তখন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর সঙ্গে আলোচনায় বসেছিলেন মেসির বাবা। তবে এ আলোচনায় সফল হতে পারেননি মেসির মুখপাত্র হিসেবে কাজ করা তার বাবা। বার্সা সভাপতি বার্তোমেউ তাকে সাফ জানিয়ে দেন, দল ছাড়তে হলে মেসিকে ৭০০ মিলিয়ন ইউরো ক্লজ মানি পরিশোধ করে যেতে হবে।

মেসি নিজেও লা লিগা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দিয়েছিলেন কেন তিনি ক্লজ মানি ছাড়া ফ্রি ট্রান্সফারে যেতে চান। তবে লা লিগা কর্তৃপক্ষ তার সে কথা আমলে নেয়নি।

বার্সা ছাড়তে মেসির সামনে একটাই পথ খোলা ছিল আর তা হলো আদালতের দ্বারস্থ হওয়া। তবে এ ধরনের মামলার সুরাহা হতে ছয় মাস থেকে এক বছর সময় লাগে। যদি মেসি মামলা করতেন আর তার সমাধান হতে এই সময় লাগতো তবে তাকে ২০২০-২১ মৌসুম বসেই থাকতে হতো। তাই ছয় বারের ব্যালন ডি’অর জয়ী মেসি সে ঝুঁকি নেননি।

এদিকে, মেসিকে বার্সায় রেখে দিতে পেরে গাঁ বাঁচিয়েছেন ক্লাবটির সভাপতি বার্তোমেউ। কারণ মেসিকে ক্লজ মানি ছাড়া, বিনা পয়সায় ছেড়ে দিলে তার জেলে যাওয়ার আশঙ্কা ছিল। এ ছাড়া মেসির বিষয়ে বিপুল অঙ্কের জরিমানাও গুণতে হতো তাকে। কারণ আগামী জানুয়ারিতে বার্সেলোনা ক্লাবে নতুন করে নির্বাচন হবে। জোর গুঞ্জন রয়েছে, বর্তমান সভাপতি বার্তোমেউ সেখানে অংশগ্রহণ করছেন না। আর অংশগ্রহণ করলেও তিনি ফের নির্বাচিত হতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। তাই নতুন সভাপতি এসে তার নামে সম্পদের অপব্যবহার করার মামলা করলে তার ফেঁসে যাওয়ার সম্ভাবনা ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877