মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

টানা শুটিং করা যাবে না -দীপা খন্দকার

টানা শুটিং করা যাবে না -দীপা খন্দকার

বিনোদন ডেস্ক: ঈদের ছুটির পর আবারো শুটিং শুরু করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। অনিমেষ আইচের ‘মুখ আসমান’ শিরোনামের একটি শর্টফিল্ম দিয়ে ঈদের শুটিং শুরু করেন বলে জানান। এ অভিনেত্রী বলেন, ঈদের পর এরইমধ্যে শুটিং শুরু করেছি। তবে টানা শুটিং করা যাবে না। তবে সিদ্ধান্ত নিয়েছি, মাসে কয়েকদিন শুটিং করবো। এই সময়ে প্রতিদিন শুটিং করার মতো মানসিকতা নেই। নিজের নিরাপত্তা ঠিক রেখে কাজ করতে হবে। করোনাকালীন এই সময়ে শুটিং স্পটে কোনো সমস্যার মুখোমুখী হচ্ছেন? উত্তরে এ অভিনেত্রী বলেন, সত্যি বলতে একটু বেছে কাজ করছি এখন।

কেবল গোছানো ইউনিটগুলোর সঙ্গেই কাজ করছি। তাই আমার এখনো কোনো সমস্যায় পড়তে হয়নি। আমি মনে করি সবাইকে সচেতন থেকেই এখন কাজ করতে হবে। তাহলে সবার জন্য ভালো। সাধারন ছুটির কারণে গেলো রোজার ঈদের জন্য নতুন নাটক খুব বেশি নির্মাণ হয়নি। তবে কোরবানি ঈদে অনেক তারকাই ঈদের নাটকে অংশগ্রহন করেছেন। ঈদের নাটক নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? দীপা বলেন, অনেক তারকা ঈদের নাটকে শুটিং করলেও গেল কয়েক বছরের চেয়ে নাটকের সংখ্যা কম ছিলো। তবে ভালো লাগার বিষয় হলো গল্প নির্ভর নাটকের সংখ্যা এবার বেশি ছিলো। এটা ইতিবাচক একটি দিক। ঈদের বেশ কিছু নাটকের কথা সবার কাছ থেকে শুনছি। আসলে আমাদের নাটকে পরিবর্তন জরুরী। গল্প নির্ভর নাটকের দিকে সবার মনোযোগ দিতে হবে। এদিকে দীপা সম্প্রতি বসুন্ধরার একটি তেলের বিজ্ঞাপনের মডেল হয়েছেন। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন শাহেদ আলী। দাম্পত্য জীবনের ১৪ বছরে কয়েকটি নাটকে তারা একসঙ্গে অভিনয় করেছেন। তবে বিজ্ঞাপনে এটি প্রথম। দীপা বলেন, অমিতাভ রেজাই আমাদের দুজনকে একসঙ্গে বিজ্ঞাপনে নিয়ে এসেছেন। কাজটিও ভালো হয়েছে। এছাড়া শাহেদের সঙ্গে এই কাজটি করে আমিও বেশ আনন্দিত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877