স্বদেশ ডেস্ক:
সৌদি আরবের জেদ্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের আল হারামাইন রেল স্টেশনে আগুনের এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্যে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সময় সন্ধ্যা সাতটায় আল হারামাইন হাইস্পিড রেল স্টেশনে হঠাৎ আগুন লেগে যায়। রেল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা ট্রেনের বেশ কয়েকটি বগিতে আগুন ধরে যায়।
মক্কা প্রদেশের সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল মুহাম্মদ আল কোররানি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১১ মাসে আগেও একই জায়গায় আগুনের ঘটনা ঘটেছিল। গতকালকের ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গত বছরের সেপ্টেম্বরে ৭৩০ কোটি ডলারের এই রেললাইন চালু করা হয়। ২০১৯ সেপ্টেম্বরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এই রেল স্টেশনের উদ্বোধনের পর ৪৫০ কিলোমিটার দৈর্ঘ্যের হারামাইন রেলওয়ে সৌদি আরবের দুই পবিত্র শহর মক্কা ও মদিনাকে যুক্ত করেছে।