স্বদেশ ডেস্ক:
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঞাকে রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল সোমবার রাতে তাকে নতুন দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ৯ জুলাই রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়।
ওয়াহাব এর আগে বরগুনা জেলার ডিসির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে বিভিন্ন পদে ছিলেন তিনি।
নেত্রকোণায় জন্ম নেওয়া ওয়াহাব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতত্ত্বে মাস্টার্স ডিগ্রিধারী। তিনি বাংলাদেশ স্কাউটসের ফরিদপুর জেলার কমিশনার ছিলেন। গত ১ মার্চ থেকে ব্যানবেইসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা।