মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

করোনায় বগুড়ার আ.লীগ নেতার মৃত্যু

করোনায় বগুড়ার আ.লীগ নেতার মৃত্যু

স্বদেশ ডেস্খ:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ার এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৩টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত আশিকুর রশিদ হেলাল (৬০) ধুনট পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলম জানান, আশিকুর রশিদ হেলালের করোনা পরীক্ষার ফল পজিটিভ এলে গত ২৩ জুন তিনি বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া-৫ (ধুনট-শেরপুর)  আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, পৌর মেয়র এজিএম বাদশাসহ দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877