শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন

ভারতে করোনায় ভয়াবহ সামাজিক সংক্রমণ শুরুর ইঙ্গিত, মৃত্যু ২০৬

ভারতে করোনায় ভয়াবহ সামাজিক সংক্রমণ শুরুর ইঙ্গিত, মৃত্যু ২০৬

ভারতে করোনাভাইরাস নিশ্চিতভাবে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা এখন ৬ হাজার ৭৬১ এবং মারা গেছে ২০৬ জন বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরো জানিয়েছে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৫১৬ জন সুস্থ হয়ে উঠেছে।

ভারতে করোনাভাইরাস সংক্রমণের অন্যতম একটি হটস্পট পাঞ্জাব রাজ্যে লকডাউন পয়লা মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

পুরো দেশে ১৪ এপ্রিলের পর লকডাউন আরো বাড়ানো হবে কিনা, তা আগামীকাল সব রাজ্যের মুখমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের এক সাম্প্রতিক সমীক্ষা থেকে ধারণা করা হচ্ছে ভারতে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ শুরু হয়েছে।

সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস (বা সারি) রয়েছে, এমন ৫৯১১ জনের কোভিড-১৯ পরীক্ষায় ১০৪ জনের সংক্রমণ শনাক্ত করা গেছে।

উল্লেখযোগ্য বিষয় হল, এদের মধ্যে ৪০ জনের কোনো বিদেশ ভ্রমণের অথবা সংক্রমিত রোগীর সংস্পর্শে আসার কোনও ইতিহাস নেই।

দেশের ২০টি রাজ্যেই ছড়িয়ে আছেন ওই ১০৪ জন করোনা পজিটিভ রোগী। যদিও চিকিৎসকরা বলছেন ভারতের জনসংখ্যার নিরিখে হাজার ছয়েক মানুষের মধ্যে সমীক্ষা করে কোনও স্থির সিদ্ধান্তে আসা কঠিন, তবে তারা বলছেন এ থেকে একটা ইঙ্গিত অবশ্যই পাওয়া যায়। বিবিসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877