রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
নিজের গলায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’

নিজের গলায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’

স্বদেশ ডেস্ক:

বরিশালে নিজের গলায় গুলি চালিয়ে হৃদয় চন্দ্র দাস (২১) নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বেলা ১টার দিকে বরিশাল জেলা পুলিশ লাইন্সের নবনির্মিত ৬তলা ব্যারাক হাউসের ছাদে তার লাশ পাওয়া যায়।

নিহত হৃদয় চন্দ্র দাস ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট চকদুশ এলাকার সুকন্ঠ চন্দ্র সাহার ছেলে। তিনি প্রায় দেড় বছর আগে বরিশাল জেলা পুলিশের কনস্টেবল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মো. রাসেল জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বরিশাল জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত সুপার মো. নাইমুল হক জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত হৃদয় ব্যারাক হাউসের সামনে কর্তব্যরত ছিল।

তিনি আরো জানান, হৃদয়ের পকেট থেকে দুটি চিঠি পাওয়া গেছে। বাবা ও ছোট ভাইয়ের কাছে লেখা চিঠি দুটিতে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও মানিব্যাগ থেকে একটি মেয়ের ছবি পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যানুযায়ী ধারণা করা হচ্ছে, প্রেমের সূত্র ধরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।

হৃদয় চন্দ্রের অস্ত্রসহ ছাদে যাওয়ার বিষয়ে যদি অন্য কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা থাকে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা মো. নাইমুল হক। ইউএনবি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877