রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
দেশে এক লাখ মানুষের জন্য একজন বিচারক: আইনমন্ত্রী

দেশে এক লাখ মানুষের জন্য একজন বিচারক: আইনমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক সোমবার বলেছেন, বাংলাদেশে প্রতি এক লাখ মানুষের জন্য একজন বিচারক রয়েছেন। অন্যদিকে ভারতে ৫০ হাজার মানুষের জন্য একজন বিচারক আছেন। সংসদে জাতীয় পার্টির এমপি মুজিবুল হকের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মানুষের তুলনায় বিচারকের সংখ্যা খুবই কম।

মন্ত্রী বলেন, ইংল্যান্ডে ২০ হাজার এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইতালিতে ১০ হাজার মানুষের জন্য একজন করে বিচারক রয়েছেন।   তিনি জানান, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের উচ্চ ও নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৬.৪০ লাখ।

‘বিচারাধীন মামলা নিষ্পত্তিতে দেশে বিচারকের সংখ্যা অপর্যাপ্ত, এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই,’ বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, আপিল বিভাগে ২২ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তির জন্য সাতজন বিচারপতি আছেন। অন্যদিকে হাইকোর্টের প্রায় ৪.৯১ লাখ মামলা নিষ্পত্তির জন্য বিচারক রয়েছেন ৯৭ জন।

আনিসুল হক বলেন, নিম্ন আদালতের প্রায় ৩১.২৮ লাখ মামলা নিষ্পত্তির জন্য বিচারক রয়েছেন ১৯৬৭ জন। বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং মামলাজট হ্রাস করার জন্য বিচারকের সংখ্যা বাড়ানোসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন আইনমন্ত্রী।

‘অন্যান্য দেশের বিচার বিভাগের মতো জনসংখ্যার সাথে তুলনা করে বিচারকদের জন্য আরও পদ তৈরি করবে সরকার,’ বলেন তিনি।

জেপি এমপি রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংসদকে জানান, বর্তমানে ১৫৩ জন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত আছেন। সূত্র : ইউএনবি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877