বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি শহীদ কাপুর ও মীরা রাজপুত। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০১৫ সালের ৭ জুলাই বিয়ে করেন তারা। বিয়ের পর একাধিক সাক্ষাৎকারে একে অপরের প্রতি ভালোবাসা-শ্রদ্ধা প্রকাশ করেছেন তারা। তবে অন্য যেকোনো সম্পর্কের মতো তাদের সম্পর্কেও খারাপ সময় আসে এবং তা দুই সপ্তাহের আগে ঠিক হয় না বলে জানালেন শহীদ।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার রিয়্যালিটি শোতে নিজেরদের সাংসারিক জীবন নিয়ে একাধিক কথা বলেন বলিউডের এই হার্টথ্রোব। এ সময় স্ত্রী মীরার সঙ্গে খারাপ সময়ের কথা শেয়ার করেছেন ৩৮ বছর বয়সী এই অভিনেতা।
‘যত অভিজ্ঞতা বাড়ে,সম্পর্ক তত মজবুত হয়। ঝগড়া হবেই। কিন্তু সেটা আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি’, বলেন শহীদ।
আগামী ২১ জুন মুক্তি পেতে যাচ্ছে শহীদ ও কিয়ারা আবদানি অভিনীত ‘কবীর সিংহ’। অন্যদিকে ফুটফুটে দুই সন্তান নিয়ে আপাতত সংসার নিয়েই ব্যস্ত মীরা।