রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
সাহসী আমিনুলে মুগ্ধ মাহমুদউল্লাহ

সাহসী আমিনুলে মুগ্ধ মাহমুদউল্লাহ

স্বদেশ ডেস্ক:

দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতায়ি ফিরেছে স্বাগতিক ভারত। যার ফলে সিরিজের শেষ ম্যাচটি হয়ে উঠবে ফাইনাল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খুব একটা চ্যালেঞ্জ জানাতে পারেনি ভারতকে।

বিশেষ করে বোলাররা সফল ছিলেন না। তবে তার মধ্যেও নজর কেড়েছেন তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। ভারতকে যে একটু অসুবিধায় ফেলেছেন সেটি তিনিই। তাই তো ম্যাচ শেষে প্রশংসাও পেয়েছেন অধিনায়কের কাছ থেকে।

তরুণ লেগ স্পিনার যে সাহস নিয়ে বোলিং করেছেন তাতে মুগ্ধ মাহমুদউল্লাহ। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে সতীর্থের কাছে একই ধরনের সাহসী বোলিং চান বাংলাদেশ অধিনায়ক।

আগে বলা হচ্ছিল দিল্লির পিচে রান উঠবে। তাই বাংলাদেশর ১৫৩ রানের পুঁজি ভারতের জন্য কঠিন হয়নি। ৮ উইকেটে হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি কেবল আমিনুলের বোলিং। ৪ ওভারে ২৯ রান দিয়ে তিনি নেন দুই ওপেনারের উইকেট।

বাংলাদেশের বোলারদের মধ্যে আমিনুলই ওভার প্রতি রান দিয়েছেন আটের নিচে। ২০ বছর বয়সী স্পিনার আগের ম্যাচে ২২ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ে রেখেছিলেন বড় অবদান। নাগপুরেও তার কাছ থেকে একইরকম বোলিং চান মাহমুদউল্লাহ।

ম্যাচ শেষে রিয়াদ বলেন, ‘প্রথম ম্যাচের মতো আজকেও অনেক সাহস নিয়ে বোলিং করেছে। এই সিরিজ শুরুর আগে আমি ওকে বলেছিলাম, এই ধরনের প্রতিপক্ষের বিপক্ষে যদি ভালো করতে পারো তাহলে তোমার আত্মবিশ্বাসের লেভেলটা অনেক ভালো হবে।’

রিয়াদ বলেন, ও সেটাই করে দেখিয়েছে। সাহসী বোলিং ওকে ভবিষ্যতের পথে এগিয়ে দিতে ভুমিকা রাখবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877