শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র

অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) হোয়াইট হাউস আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দেশটির জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি এই মন্তব্য করেন।

ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক বলেন, কয়েক সপ্তাহ ধরে মার্কিন হিন্দু সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করছে। সম্প্রতি একদিন হোয়াইট হাউসের বাইরেও তারা বিক্ষোভ করেছে। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর অব্যাহত হিন্দু হত্যা ও মন্দির ভাঙচুরের বিরুদ্ধে এই বিক্ষোভ করছে তারা। প্রেসিডেন্ট বাইডেন কি এই বিষয়ে অবহিত আছেন? জাতিসঙ্ঘের অধিবেশনের মাঝে প্রেসিডেন্ট যখন তার বন্ধু এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছিলেন, তখন কি তিনি এই বিষয়টি কথা বলেছিলেন?

ভারতীয় সাংবাদিকের এই প্রশ্নের জবাবে জন কিরবি বলেন, আমরা বাংলাদেশের বিষয়টি খুবই ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। প্রেসিডেন্টও এ বিষয়ে ভালোভাবে খেয়াল রাখছেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। আমরা দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। তারা যেন আইন প্রয়োগ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে, সেজন্য আমরা তাদের সহযোগিতা করছি।

মার্কিন এই কর্মকর্তা বলেন, বাংলাদেশের ব্যাপারে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। সেখানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্ষদ বারবার ধর্ম, জাতি নির্বিশেষে সকল বাংলাদেশীর নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877