রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন

২ বছরের নিষেধাজ্ঞা এড়াতে হলে যা করতে হবে সাকিবকে

২ বছরের নিষেধাজ্ঞা এড়াতে হলে যা করতে হবে সাকিবকে

স্বদেশ ডেস্ক:

দুই বছরের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে আইসিসি। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। এই সময় গুরুত্বপূর্ণ কয়েকটি সিরিজে পাওয়া যাবে না বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। তবে বিসিবি অনুরোধ করলে হয়তো শাস্তি একটু কমে যেতে পারে। এরপরও কমপক্ষে ৩৬টি ম্যাচ খেলতে পারবেন না তিনি।

নিষেধাজ্ঞার এই এক বছর কড়া নজরদারিতে থাকবেন সাকিব। সামান্য ভুলেই নিষেধাজ্ঞা বেড়ে দুই বছর হয়ে যাবে। তাই এই সময় আইসিসির কিছু শর্ত মেনে চলতে হবে তাকে-

১) নিষেধাজ্ঞার সময়টায় আইসিসির দুর্নীতি দমন বিভাগের আইন বা কোনো দেশেরই দুর্নীতি বিরোধী আইন ভাঙা যাবে না।

২) আইসিসি যেভাবে বলে দেবে ঠিক সেভাবে বিভিন্ন দুর্নীতি বিরোধী শিক্ষাকার্যক্রম ও পুনর্বাসন প্রক্রিয়ায় স্বেচ্ছায় ও পরিপূর্ণভাবে অংশ নিতে হবে।

এই শর্ত দুটি ঠিক মতো পূরণ করলেই এক বছরে শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা। ফিরতে পারবেন বাইশ গজে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877