বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক অর্ধশতাধিক

সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক অর্ধশতাধিক

স্বদেশ ডেস্ক:

এবারের এইচএসসির ফলাফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় ৫৩ জন শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার বিকেলে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করতে শুরু করে তারা।

সচিবালয়ের ছয় নম্বর ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সচিবালয়ের ওই ভবনে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সেখানে অবস্থান নিয়ে অবিলম্বে এইচএসসি পরীক্ষার ফলাফল অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে তারা। এই বিক্ষোভে প্রায় শ’খানেক শিক্ষার্থী উপস্থিত ছিল। তাদের বেশিরভাগ ওই পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল।

পরে তাদের সাথে কথা বলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের সচিবালয়ে ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানানো হলেও তারা সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।

এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় কেউ কেউ বের হয়ে যেতে পারলেও অনেকেই সচিবালয়ের বিভিন্ন জায়গায় আটকা পড়ে যায়। পরে তাদের একত্রিত করা হয়। পুলিশ হেফাজতে নেয়া হয় কাউকে কাউকে।

সচিবালয়ের নিরাপত্তায় সবগুলো গেট বন্ধ করা হয় বিকেল সাড়ে ৩টার দিকে। পরে সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে ৫৩ জন শিক্ষার্থীকে আটক করে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত রোববার একই দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে এইচএসসিতে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা। এসময় তারা শিক্ষা বোর্ডের ভেতর ঢুকে হামলাও চালায়। ভাঙচুর করে বোর্ড চেয়ারম্যানের রুম।

গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

ওই ফলাফল বৈষম্যমূলক হয়েছে দাবি করে ‘এইচএসসি ব্যাচ ২০২৪’ ব্যানারে একদল শিক্ষার্থী কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে।

ঢাকা ছাড়াও ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও বিক্ষোভের ঘটনা ঘটেছে।

সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877