বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন

শিক্ষানবিশ ৬২ এএসপির সমাপনী কুচকাওয়াজ কেন আটকে গেল

শিক্ষানবিশ ৬২ এএসপির সমাপনী কুচকাওয়াজ কেন আটকে গেল

স্বদেশ ডেস্ক:

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিতব্য শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। আজ রবিবার এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া জানিয়েছে, অনিবার্য কারণবশত ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের রবিবারের সমাপনী কুচকাওয়াজ হচ্ছে না। তবে অনুষ্ঠানে যোগদানের জন্য এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সারদা পুলিশ একাডেমিতে অবস্থান করছেন বলে জানা গেছে।

৬২ পুলিশ ক্যাডারকে ছাত্রলীগ আখ্যা দিয়ে তাদের নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। ছাত্রলীগ নেতাদের পুলিশ বাহিনীতে যোগদানের সনদ বর্তমান সরকার কেন দিচ্ছে, তা নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে।

অভিযোগ উঠেছে, ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের ওই কর্মকর্তারা ২০২২ সালের ৪ ডিসেম্বর সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকার তিনটি ক্যাটাগরিতে ৪০তম বিসিএস থেকে প্রার্থী নির্বাচন করে। এগুলো হলো ছাত্রলীগ, গোপালগঞ্জের বাসিন্দা ও দলীয় ক্যাডার। সে সময় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অনেকেই বাদ পড়েন শুধুমাত্র এসবি এবং এনএসআই’র রিপোর্টের কারণে। আওয়ামী লীগ না করলে কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। একই সঙ্গে ফলাফল যত ভালোই হোক, পরিবারের কেউ বিএনপি অথবা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকলে তাকে বাদ দেওয়া হয়েছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত সরকারি কোনো দাওয়াত গ্রহণ করবেন না বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। ৪০তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ৬২ পুলিশ ক্যাডারের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া দাওয়াত প্রত্যাখ্যান করেছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877