স্বদেশ ডেস্ক:
ধর্ষণের অভিযোগ করার পর খুন হলেন নারী। খুন করে ঝুলিয়ে দেওয়া হয় তার মরদেহ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পুলিশেরই এক কর্মী এবং তার স্ত্রীকে। ভারতের কলকাতায় ঘটেছে এই ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তর ২৪ পরগনার হাবড়ায় গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যের বাড়িতেই ভাড়া থাকতেন ওই নারী। শ্বশুরবাড়ির অত্যাচারের কারণেই তিনি সেখানে থাকতেন বলে জানা গেছে। তবে ধর্ষণের পরে শ্বশুরবাড়ি ফিরে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই উদ্ধার হয়েছে তার মরদেহ।
অভিযোগ উঠেছে, গ্রেপ্তারকৃত পুলিশকর্মী প্রায় দেড়মাস আগে সেই নারীকে ধর্ষণ করেছিল। ৫ সেপ্টেম্বর সেই ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি সালিশিতে মিটমাট করে নেওয়ার জন্যে চাপ দেয় অভিযুক্ত পুলিশ। তারপরও ১২ সেপ্টেম্বর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই নারী। এরপর থেকেই বিভিন্ন সময়ে নানান ভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এরপর গত ১০ অক্টোবর সেই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নির্যাতিতার ভাই অভিযোগ করেন, তার বোনকে খুন করেছে ধর্ষণে অভিযুক্ত সেই পুলিশ সদস্য ও তার স্ত্রী। অভিযুক্তের স্ত্রী নিজে স্থানীয় তৃণমূল নেত্রী এবং পঞ্চায়েত সদস্য।
গত শনিবার তাদের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।