শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন

কাশ্মির দখলের প্রতিবাদে বিশ্বজুড়ে কালোদিবস পালিত

কাশ্মির দখলের প্রতিবাদে বিশ্বজুড়ে কালোদিবস পালিত

স্বদেশ ডেস্ক: ভারতের অবৈধভাবে কাশ্মির দখলের বিরুদ্ধে বিশ্বজুড়ে পাকিস্তানিরা ও কাশ্মিরের জনগণ রোববার কালোদিবস পালন করেছেন। ১৯৪৭ সালের ২৭ অক্টোবর অবৈধভাবে কাশ্মির দখল করে ভারত। তাদের এই দখলদারিত্ব প্রত্যাখ্যান করে পাকিস্তান। এই বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে গতকাল নিয়ন্ত্রণ রেখার উভয় পাশে এই কর্মসূচি পালিত হয়েছে। দখলিকৃত কাশ্মির অচল করে দিয়ে এই কালোদিবস পালিত হয়েছে।

গত ৫ আগস্ট কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে ভারত। এর পর থেকেই ওই অঞ্চলজুড়ে হতাশা, ক্ষোভ ও আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। সূত্র : রেডিও পাকিস্তান ও ডন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877