রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না’ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে : চিফ প্রসিকিউটর সাদপন্থী জিয়া বিন কাসিম গ্রেফতার গণহত্যার বিচার করাই আমার প্রধান দায়িত্ব: আসিফ নজরুল সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কা, নিহত বেড়ে ৬ ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ আইএসপিআরের ইতিহাস গড়লো নাসা, সূর্যের কাছাকাছি মহাকাশযান এক দিনের ব্যবধানে সিলেটে ‘ভারতীয় খা‌সিয়াদের গু‌লিতে’ আরেকজন নিহত
ভারতে স্বপ্নে ভালবেসে গর্ভবতী…..!

ভারতে স্বপ্নে ভালবেসে গর্ভবতী…..!

স্বদেশ ডেস্ক: জীবনে চলার পথে প্রতিদিনই অভিনব মুহূর্তের সম্মুখীন হতে হয় আমাদের৷ চোখে পড়ে অদ্ভুত অনেক ঘটনাও৷ কিন্তু, স্বামীকে ভালবেসে স্বপ্নেই গর্ভবতী হওয়ার কথা মনে হয় কেউ কোনওদিন শোনেননি৷ রামায়ণ কিংবা মহাভারতের যুগ থেকেই দেবতাদের আর্শীবাদে সন্তানপ্রাপ্তির নানা গল্প চালু আছে ভারতে৷ সেগুলি নিয়ে মাঝে মাঝে ঠাট্টা-ইয়ার্কিও হয় পাড়ার চায়ের স্টলে৷ কিন্তু, ঘোর এই কলিকালে পুরাণের সেই গল্প সত্যি হতে দেখা গেল বিহারের ভাগলপুরে৷ স্বামী কাজের জায়গা থেকে সাতমাস বাদে বাড়ি ফিরে জানতে পারলেন, স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির বাড়ি বিহারের ভাগলপুর জেলার জগদীশপুরে৷ পাঁচবছর আগে বিয়ে হয়েছিল তাদের৷ বর্তমানে দেড় বছরের একটি মেয়েও আছে৷ এমনিতে সবকিছু ঠিকই ছিল৷ কিন্তু, কিছুদিন আগে ওই গৃহবধূর ননদ লক্ষ্য করেন যে তার বউদি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে৷ দাদা কাজের সূত্রে সাতমাস ধরে কলকাতায় থাকার পরেও এই ঘটনা কী করে ঘটতে পারে তাই বুঝতে পারছিলেন তিনি৷ পরে তাঁর দাদা বাড়ি ফিরলে সবকিছু খুলে বলেন৷ সেই কথা শুনে স্ত্রীকে সন্তানের বিষয়ে জিজ্ঞাসা করে ওই ব্যক্তি৷ তখন তার স্ত্রী তাকে বলে, ‘ভালবেসে তোমাকে স্বপ্নে দেখেছিলাম৷ তার ফলেই গর্ভবতী হয়ে পড়েছি৷’ এই কথা শু েহতবাক হয়ে পড়ে তার স্বামী ও শ্বশুরবাড়ি লোক৷ ওই যুবতীর লোক ভোলানো কথায় বিশ্বাস না করে স্থানীয় পঞ্চায়েতকে ঘটনাটি জানায়৷
কিন্তু, তাতেও কোনও কাজ না হওয়ায় বিহারের ডিআইজি বিকাশ-বৈভবের সঙ্গে দেখা করে ওই যুবতীর ননদ৷ তারপর ডাক্তাররা পরীক্ষা করে দেখেন, গর্ভে থাকা শিশুটির বয়স হয়েছে ৭৮ দিন৷ তিনমাস থেকে ১২ দিন কম৷ সন্তানটি কার তা জানার জন্য যুবতীটিকে চাপ দিতে শুরু করে তার স্বামী৷ কিন্তু, তখনও মুখ খুলতে চায়নি সে৷ এরপর গোটা পরিবারের লোক চাপ সৃষ্টি করলে হুমকি দিতে শুরু করে৷ বলে, তোমরা যদি আমাকে এই বাড়িতে রাখতে চাও তো ভাল৷ না হলে তোমাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেব৷ যদিও এতে কোনও কাজ হয়নি৷ ওই যুবতীর হুমকি সত্ত্বেও তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন শ্বশুরবাড়ির লোকেরা৷ তাঁদের অভিযোগ, পূর্ব পরিচিত এক যুবকের সঙ্গে পরকীয়াতে জড়িয়ে পড়েই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই গৃহবধূ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877