স্বদেশ ডেস্ক:
বহিরাগতদের বিরুদ্ধে ইরানকে সহায়তা দেবে চীন। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এই তথ্য জানিয়েছে।
আরব নিউজের খবরে বলা হয়েছে, জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। এ সময় তিনি বহিরাগতদের বিরুদ্ধে ইরানকে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, চীন সর্বদা ইরানের বিশ্বস্ত অংশীদার হিসেবেই থাকবে।
মঙ্গলবারপররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওয়াং বলেন, ‘চীন ইরানকে তার সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন অব্যাহত রাখবে।’
তিনি আরো বলেন, বেইজিং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপ এবং নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে।
ইসরাইলকে ইরান তার চিরশত্রু হিসেবে বিবেচিত করে। তারা গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লাহসহ এই অঞ্চলের সশস্ত্র গ্রুপগুলোকে সমর্থন করে।
চীন ইরানের ঘনিষ্ঠ অংশীদার, তার বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং তার অনুমোদিত তেলের শীর্ষ ক্রেতা।
উভয় দেশ প্রায়ই নিষেধাজ্ঞার আকারে পশ্চিমা চাপের মুখোমুখি হয়েছে। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিষয়ে তাদের অবস্থানের কারণে। সূত্র : আরব নিউজ