স্বদেশ ডেস্ক: বরেণ্য অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী শারমীন জোহা শশী৷ এবারই প্রথম জাহিদ হাসানের পরিচালনায় নাটকে অভিনয় করলেন তিনি৷ জাহিদ হাসানের পরিচালনায় নির্মাণ চলতি ধারাবাহিক নাটক ‘হুলুস্থুল’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় কছেন শশী৷ এরই মধ্যে সিরাজগঞ্জে এ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিয়েছেন শশী৷ নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল৷ শশীর অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘সত্যি বলতে কী, শশী খুব ভালো অভিনেত্রী৷ খুবই ভালো অভিনয় করে৷ আমার এ ধারাবাহিকেও সে তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছে৷ পরিচালক হিসেবে তার অভিনয়ে আমি সন্তুষ্ট৷ আশা করি দর্শক তার অভিনয়ে আবারও মুগ্ধ হবেন৷’ শারমীন জোহা শশী বনে, ‘জাহিদ এ দেশের নাট্যাঙ্গনের কিংবদন্তি অভিনেতা৷ তার অভিনয় নিয়ে বলার মতো আমি তেমন কেউ নই৷ তারপরও বলব এত উঁচু মাপের অভিনেতা হয়েও তিনি যে সহযোগিতা করেন, তা মুগ্ধ হওয়ারই মতো৷ শুটিংয়ের সময় শিখিয়ে দেন চরিত্রটি কীভাবে ফুটিয়ে তুলতে হবে৷ এটা সত্যিই অনেক বড় বিষয়৷ তিনি তার মতো অভিনয় করে যেতে পারতেন৷ কিন্তু সহশিল্পী হিসেবেও যে একটা দায়বদ্ধতা থাকে, সেটা জাহিদ ভাই কখনও এড়িয়ে যান না৷ এ কারণেই তিনি এত বড় মাপের অভিনেতা৷’ জাহিদ হাসান জানান, শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচার শুরু হ৷ে এদিকে জাহিদ হাসান বর্তমানে সিরাজগঞ্জেই রয়েছেন৷ যে কারণে তিনি গতকালের শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে পারেননি৷ তবে তার ভীষণ আগ্রহ ছিল এবারের নির্বাচনে ভোট দেওয়ার৷ কিন্তু যেহেতু শিডিউল আগে থেকেই লক করা তাই নির্বাচনে অংশ নেওয়া হলো না৷ শারমীন জোহা শশী চলতি সপ্তাহেই একটি তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নেবেন বলে জানান৷
শশী বর্তমানে শাহীন সরকার, জুয়েল শরীফ, নিয়াজ মাহবুবের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন৷ নিয়াজ মাহবুবের ‘জলকুমারী’ ধারাবাহিকে অভিনরে জন্য বেশ সাড়া পাচ্ছেন৷