স্বদেশ ডেস্ক:
পোশাক কারখানায় নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করা হয়।
ইসতিয়াক আহম্মেদ হৃদয়ের কেন্দুয়ার বাদে আঠারবাড়ীতে। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নর্দান বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ্যক্রমবিষয়ক সম্পাদক।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকশ্রমিকদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়়।
নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানিয়েছেন, আজ সোমবাইসতিয়াক আহম্মেদ হৃদয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।