রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

হাইকোর্টে নবনিযুক্ত ৯ বিচারপতি শপথ

হাইকোর্টে নবনিযুক্ত ৯ বিচারপতি শপথ

স্বদেশ ডেস্ক: হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ৯ অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন। সোমবার সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। এর আগে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জন নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেয়া হয়। এর মধ্যে চারজন জেলা জজ, তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও দুইজন আইনজীবী রয়েছেন।
নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন: কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সরওয়ার কাজল, কাজী জিনাত হক, মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নুর উদ্দিন, ড. আখতারুজ্জামান, এ কে এম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877