স্বদেশ ডেস্ক:
ইরানের ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।হামলাকে ‘সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে অভিহিত করেছে তারা। আজ শনিবার সামজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থানের কথা জানায় দেশটি।
গতকাল শুক্রবার রাতে ইরানের হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, অভিযান শেষে সফলভাবে তাদের যুদ্ধবিমান দেশে ফিরে গেছে। ইরান মাসখানেক আগেই ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। এরপর থেকেই মূলত ইরানে ইসরায়েল হামলা করতে পারে বলে মনে করা হচ্ছিলো। হামলায় ইরানের সামরিক স্থাপনায় সফল আঘাত আনার দাবি করেছে ইসরায়েল। তবে ইরানের দাবি, বেশিরভাগ হামলাই প্রতিহত করা হয়েছে। সীমিত আকারের কিছু ক্ষতি হয়েছে।
এমন অবস্থায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘সৌদি আরব এই হামলার তীব্র নিন্দা জানায়। আমরা এই অঞ্চলে কোনো রকম উত্তেজনা চাই না। এখানকার দেশ ও মানুষের নিরাপত্তা বিঘ্ন হয় এমন যেকোনো কর্মকাণ্ডকে আমরা নিন্দা জানাই। ’