মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

নওগাঁয় তাপমাত্রা ৮.১ ডিগ্রি, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

নওগাঁয় তাপমাত্রা ৮.১ ডিগ্রি, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

স্বদেশ ডেস্ক:

কুয়াশার দাপট কম থাকলেও মেঘলা আকাশ ও হাড়কাঁপানো শীতে ভোগান্তি পড়েছে উত্তরের জনপদ নওগাঁর মানুষরা। আজ সোমবার সকাল ৬টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটাই এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে গতকাল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ সকাল থেকেই কুয়াশা কম থাকলেও আকাশ মেঘলা ছিল। সকাল সাড়ে ৮টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।

এমন দুর্যোগে আজ জেলার সব মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম রবিবার বিকেলে সোমবার ছুটি ঘোষণার বিষয়টি জানিয়ে দেন।

তারা বলেন, ‘শৈত্যপ্রবাহের পূর্বাভাস থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জেলার ১ হাজার ৩৬০টি প্রাথমিক বিদ্যালয়, ৪৪৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৫০টি মাদ্রাসা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।’

স্থানীয়রা জানান, গত দুইদিন থেকে দুপুরের পর একটু সূর্যের দেখা পাওয়া গেলেও উত্তাপ ছড়াতে পারছে না। ফলে বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হতে শুরু করে। দিনভর হিমেল বাতাস এবং সন্ধ্যার পর থেকে শীতের মাত্রা বেড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতও বাড়ে সমানতালে।

এদিকে হাড়কাঁপানো কনকনে শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষেরা। জীবিকার তাগিদে সকাল হলেই এসব মানুষ মোটা গরম কাপড় পড়ে কেউ সাইকেল নিয়ে আবার কেউ পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন।

শহরের ডিগ্রি কলেজ মোড় এলাকায় কথা হয় রিকশাচালক মইবুল হকের সঙ্গে। তিনি বলেন, ‘যে পরিমান শীত পড়েছে এতে করে রিকশা চালাতে খুব কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই। ভাড়া না মারলে সংসার চলবে না।’

বালুডাঙ্গা বাসষ্ট্যন্ড এলাকার আরেক রিকশা চালক আব্দুল মতিন বলেন, ‘আজকে সকাল থেকেই কুয়াশা কম। তবে আকাশ পরিষ্কার না, আবার বাতাসও হচ্ছে। এই কারণে শীত বেশি লাগে। এত শীত হলে আমাদের মতো গরীব মানুষের সংসার চালানো সমস্যা হয়ে যাবে।’

নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েক দিন ধরেই শীত বেশি হচ্ছে। এ রকম তাপমাত্রা আরও দু-এক দিন অব্যাহত থাকতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877