স্বদেশ ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরবেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে তারা অভিমত জানাবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইরাক, থাইল্যান্ড, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল ও ভারতের পর্যবেক্ষকরা।
এদিকে রবিবার সন্ধ্যায় রাজধানীর রাজধানীর সোনারগাঁও হোটেলে নির্বাচনের পরিবেশের প্রশংসা করেছেন ইসলামিক সহযোগিতা সংস্থাসহ (ওআইসি) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বেশ কয়েকটি দেশের পর্যবেক্ষকেরা।
ভোট পর্যবেক্ষণ শেষে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনার আন্দ্রে ওয়াই শুটব বলেছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য উপায়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনের আয়োজনও চমৎকার ছিল।