শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১০ অপরাহ্ন

দ্বাদশ সংসদ নির্বাচন : আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়

দ্বাদশ সংসদ নির্বাচন : আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়

স্বদেশ ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে। এখন পর্যন্ত ২৯৮ আসনের মধ্যে ২২৪ আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। এ জয়ের ফলে টানা চতুর্থ দফা সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

তবে এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক হলো স্বতন্ত্র প্রার্থীরা। এদের বেশিরভাগই আওয়ামী লীগের। তারা জিতেছে ৬২টি আসনে। আর জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করা হয়েছে। এ ছাড়া একটি কেন্দ্রে অনিয়ম হওয়ায় ময়মনসিংহ-৩ আসনের ভোটের ফল ঘোষণা স্থগিত করেছে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে বিজয়ী হওয়ায় ২০০৯ সাল থেকে টানা চতুর্থ ও মোট পঞ্চমবারের মতো সরকার গঠন করবে আওয়ামী লীগ। আর দলটির সভাপতি শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল
আওয়ামী লীগ : ২২৪
স্বতন্ত্র : ৬২
জাপা : ১১
তৃণমূল বিএনপি : ০
অন্যান্য : ১

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877