স্বদেশ ডেস্ক:
রাজধানীর বনশ্রীতে এক গৃহকর্মীর লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে বনশ্রীর ডি ব্লকের একটি ভবনের সামনে এই সংঘর্ষ হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে বনশ্রী এলাকার ৪ নম্বর সড়কে আসমা বেগম (৪২) নামে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
তিনি জানান, তিন দিন আগে আসমা ওই এলাকায় তার বাবা আব্দুর রবের বাড়িতে আসেন এবং কানিজ ফাতেমার বাড়িতে কাজ করতেন।
খবরটি শুনে তিনি একটি দল নিয়ে ঘটনাস্থলে যান উল্লেখ করে ওসি বলেন, ওই এলাকার বিভিন্ন বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করা ব্যক্তিরা এবং স্থানীয় লোকজন এটিকে হত্যা সন্দেহে ক্ষিপ্ত হয়ে কলাপসিবল গেট ভেঙে ভবনে প্রবেশের চেষ্টা করেছিল।
সেখানে পৌঁছানোর পর পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এক পর্যায়ে বিক্ষুব্ধ লোকজন ভবনে প্রবেশ করে কিছু মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে এবং বাড়ির গ্যারেজে পার্ক করা তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ওসি বলেন, জরুরি ভিত্তিতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান ওসি মশিউর।
সূত্র : ইউএনবি