স্বদেশ ডেস্ক:
স্ত্রী শেরীফা কাদেরকে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ মঙ্গলবার জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহমুদ আলম বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। এরই মধ্যে যা কার্যকর হয়েছে।’
এর আগে শেরিফা কাদেরকে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা, দলের সহযোগী সংগঠন সাংস্কৃতিক পার্টির সভাপতি ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি করা হয়। একাদশ জাতীয় সংসদে জাপা থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যও করা হয় তাকে।
জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ছোট ভাই জি এম কাদের। এরশাদের মৃত্যুর পর থেকে তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, এরশাদের স্ত্রী বেগম রওশন এরশাদ জাপার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন। দলে জি এম কাদের ও রওশন এরশাদের আলাদা বলয় রয়েছে। জি এম কাদেরের নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাপা।