রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
স্ত্রীকে জাপার প্রেসিডিয়াম সদস্য বানালেন জি এম কাদের

স্ত্রীকে জাপার প্রেসিডিয়াম সদস্য বানালেন জি এম কাদের

স্বদেশ ডেস্ক:

স্ত্রী শেরীফা কাদেরকে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ মঙ্গলবার জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহমুদ আলম বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। এরই মধ্যে যা কার্যকর হয়েছে।’

এর আগে শেরিফা কাদেরকে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা, দলের সহযোগী সংগঠন সাংস্কৃতিক পার্টির সভাপতি ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি করা হয়। একাদশ জাতীয় সংসদে জাপা থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যও করা হয় তাকে।

জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ছোট ভাই জি এম কাদের। এরশাদের মৃত্যুর পর থেকে তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, এরশাদের স্ত্রী বেগম রওশন এরশাদ জাপার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন। দলে জি এম কাদের ও রওশন এরশাদের আলাদা বলয় রয়েছে। জি এম কাদেরের নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাপা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877