স্বদেশ ডেস্ক: ভারত সরকার কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন কেড়ে নেয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে তাদের উত্তেজনা বেড়েই চলেছে। দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষও হয়েছে। চলতি বছরের শুরুর দিকে ভারতে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের হামলার পর থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধময় পরিস্থিতি বিরাজ করছে। উভয় দেশের রাষ্ট্রপ্রধান জনসম্মুখে যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন। এর মধ্যে পাকিস্তানের দিক থেকে শত্রুদের ট্যাংক মোকাবিলায় ইসরাইল থেকে নতুন অস্ত্র কিনছে ভারত। ইতোমধ্যে সীমিত সংখ্যক ইসরায়েলি ‘স্পাইক অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল’ (এটিজিএম) হাতে পেয়েছে ভারতের সেনাবাহিনী। যতদিন না ভারত নিজ সক্ষমতায় মানবচালিত ট্যাংক বিরোধী অস্ত্র তৈরি করতে পারবে ততদিন পর্যন্ত ইসরাইলি অস্ত্রই ব্যবহার করবে ভারতীয় সেনাবাহিনী। সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, ইসরাইলী ট্যাংক কিলারের প্রথম দফা ইতোমধ্যে ভারতে এসে পৌঁছেছে।
প্রথম ধাপে ২১০টি স্পাইক মিসাইল ও এক ডজন লঞ্চার প্রায় ১০ দিন আগে ভারতে পৌঁছেছে। পাকিস্তান থেকে হামলার আশঙ্কা করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সীমান্তের অপর পক্ষ থেকে ট্যাংক-হামলা ঠেকাতে এসব অস্ত্রর ব্যবহার করা হবে। প্রায় ২৮০ কোটি রুপি দিয়ে এই বিশেষ ক্ষমতাসম্পন্ন অস্ত্র কিনেছে ভারত। এগুলো চার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, আগামী বছরের মধ্যে ভারত নিজ সক্ষমতায় এ ধরনের অস্ত্র তৈরি করতে না পারলে ফের ইসরাইল থেকে অস্ত্র কিনবে সরকার। প্রসঙ্গত:, ভারত সরকারের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিষয়ক সংস্থা (ডিআরডিও) ভারতীয় সেনাবাহিনীর জন্য মানব পরিচালিত পোর্টেবল ট্যাংক বিরোধী অস্ত্র তৈরির কাজ করছে। আগামী বছরের মধ্যেই এসব অস্ত্র তৈরি শেষ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।