শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

২৭ ঘণ্টায় ১৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে : ফায়ার সার্ভিস

২৭ ঘণ্টায় ১৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে : ফায়ার সার্ভিস

স্বদেশ ডেস্ক:

চলমান ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশে ১৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, ঢাকা সিটি করপোরেশন এলাকায় পাঁচটি, গাজীপুরে তিনটি, খাগড়াছড়িতে একটি, বগুড়ায় একটি, বরিশাল ও বরগুনায় দু’টি এবং নোয়াখালীতে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ সময় সাতটি বাস, চারটি কাভার্ডভ্যান ও দু’টি ট্রাক পুড়ে যায় বলে জানা গেছে।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877