শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন

শ্রীলঙ্কার সাথে চীনের ‘বন্ধুত্বে’ ফাটল ধরাতে একজোট হচ্ছে ভারত ও আমেরিকা

শ্রীলঙ্কার সাথে চীনের ‘বন্ধুত্বে’ ফাটল ধরাতে একজোট হচ্ছে ভারত ও আমেরিকা

স্বদেশ ডেস্ক: 

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন দাবি করেছে- চীনকে ঠেকাতে দেশটির ধনকুবের গৌতম আদানির বন্দরে বিশাল অঙ্কের বিনিয়োগ করতে চলেছে একটি মার্কিন সংস্থা।

বুধবার পত্রিকাটি জানিয়েছে, শ্রীলঙ্কার কলম্বো বন্দরে শেয়ার রয়েছে আদানি গোষ্ঠীর। সেখানেই বিশাল অঙ্কের বিনিয়োগ করবে মার্কিন সরকারের এজেন্সি।

গত বছর থেকেই কার্যত ধসে পড়েছে শ্রীলঙ্কার অর্থনীতি। এমন পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্রের ‘বন্ধু’ হয়ে ওঠার চেষ্টা করছে ভার‍ত ও যুক্তরাষ্ট্র।

সূত্র জানায়, ভারতীয় মুদ্রায় আদানির বন্দরে চার হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন। সংস্থাটির তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, এই বন্দরের মাধ্যমে শ্রীলঙ্কার অর্থনীতির উন্নতি হতে পারে। তাছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে সহজে বাণিজ্য করার পথও খুলে যাবে। বিবৃতিতে বিশেষ করে ভারতের নামও উল্লেখ করেছে মার্কিন সংস্থাটি।

যদিও সংস্থার সিইও স্কট নাথান বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আরো সক্রিয় হতে চাইছে যুক্তরাষ্ট্র। কারণ এই এলাকা থেকেই সারা বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের একক আধিপত্য ঠেকাতেই এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের। গত বছরই শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে বিশাল বিনিয়োগ করেছিল চীন। এবার তার পাল্টা দিয়ে আদানির শেয়ারে বিনিয়োগ করছে আমেরিকা।

অন্যদিকে, হিন্ডেনবার্গ রিপোর্টে বেশ বেকায়দায় পড়েছিল আদানি গোষ্ঠী। তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে গোটা দুনিয়ায়। এমন পরিস্থিতিতে মার্কিন বিনিয়োগ পেলে তাদের হারিয়ে যাওয়া সুনামও কিছুটা ফিরবে বলে অনুমান বিশেষজ্ঞদের। তবে শ্রীলঙ্কার সাথে চীনের ‘বন্ধুত্বে’ ফাটল ধরাতেই একজোট হচ্ছে ভারত ও আমেরিকা, সেরকমই অনুমান। সূত্র : সংবাদ প্রতিদিন

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877