স্বদেশ ডেস্ক:
বিশ্বকাপের পর একদিনের জন্যও অধিনায়কত্ব করবেন না বলে জানিয়েছেন সাকিব আল হাসান।
বুধবার (২৭ সেপ্টেম্বর) টি-স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এই বিশ্বকাপ শেষ। একদিনও করবো না। ১৭ তারিখ আমি পদত্যাগ করেছি। যে কারণে আমি এশিয়া কাপের আগে নিতে চাইনি। এরপরও এটা না। আমার কাছে মনে হয়েছে আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এই একটা কারণে আমি করতে চাইনি। ’
‘আর কোনে কারণ নেই। বেস্ট হয় যদি অধিনায়ক না থাকি। অধিনায়কত্ব কি আমার কোনো ভেল্যু এড করতেছে ক্যারিয়ারে এই স্টেজে এসে? আমি তো মনে করি না। ’
কেন অধিনায়কত্ব করতে চান না? এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন, ক্যারিয়ারের শেষদিকের এই সময়টা কাটাতে চান উপভোগ করেই।
বিসিবিকে কোনো শর্ত দিয়ে অধিনায়কত্ব নিয়েছেন কি না এমন প্রশ্নে সাকিব বলেন, ‘আমি কোনো শর্তই দেইনি।
যে পরিস্থিতিতে নিয়েছি, সবচেয়ে সহজ ছিল না নেয়া। পাপন ভাইকেও শুরুতে বলেছি করা দরকার নাই। আমার এই বয়সে এসে এই চাপ নেয়ার কোনো কারণ নাই। আমি হাসতে চাই, বাংলাদেশের হয়ে পারফর্ম করতে চাই। এবং ভালোভাবে শেষ কিছুদিন পাড় করতে চাই। উনি উনার মতো করে পরিস্থিতিটা বর্ণনা করেছে। ’
‘কাকে অধিনায়ক করলে কী হবে বা এমন। একটা অধিনায়কের কাজ তো মাঠের ভেতরে চালানো না। মাঠের বাইরেও চালানো। বোর্ডের, কোচ, টিম ম্যানেজম্যান্টের মনে হয়েছে আমি ছাড়া সম্ভব না। এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কেউ ছেড়ে দিতে পারে, এটা আমি বিশ্বাস করিনি। এখানে নেয়ারও কোনো কারণই নাই। ’
এশিয়া কাপের পরও নেতৃত্ব না থাকতে চাওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন সাকিব। ১৭ অক্টোবর এ নিয়ে একটি ই-মেইলও করেছিলেন তিনি। পরে অবশ্য বিসিবির চাওয়াতেই আবারও ফিরে এসেছেন। তবে লম্বা সময় নেতৃত্বে থাকার ইচ্ছে পরিষ্কার করেছেন সাকিব।