শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

চবিতে সংঘর্ষ : ৫ বহিরাগত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

চবিতে সংঘর্ষ : ৫ বহিরাগত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

স্বদেশ ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রলীগের বিবাদমান বিভিন্ন উপ গ্রুপের মধ্যে দাফায় দফায় সংঘর্ষের ঘটনায় দু’টি আবাসিক হলে অভিযান চালিয়েছে প্রশাসন।

এই সময় ৫ জন বহিরাগতকে আটক এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে সংঘর্ষের পর দু’টি হলে তল্লাশি চালায় পুলিশ। রাত ১০টা থেকে শুরু হয়ে এই অভিযান চলে ১১টা পর্যন্ত।

অভিযানে শাহজালাল হল থেকে রামদা, রড, পাইপসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে কর্তৃপক্ষ। এছাড়া শাহ আমানত হল থেকে ৫ জন বহিরাগতকে আটক করা হয়।

তবে আটকদের পরিচয় জানাতে রাজি হননি কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, বৃহস্পতিবারের ঘটনার জেরে গতকাল শুক্রবারও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়েছে।

তিনি আরো বলেন, কিছু দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। এছাড়া ৫ জন বহিরাগতকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে।

এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফায় সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দু’টি পক্ষ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীরা। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।
সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877