সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

প্রতারণার মামলায় ইডির তলব, যা বললেন নুসরাত

প্রতারণার মামলায় ইডির তলব, যা বললেন নুসরাত

স্বদেশ ডেস্ক:

আবাসন দুর্নীতির মামলায় অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য (এমপি) নুসরাত জাহানকে তলব করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাকে আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। সঙ্গে তলব করা হয়েছে অভিযুক্ত সংস্থা সেভেন্থ সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিডের কর্তা রাকেশ সিংকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হিঙলগঞ্জ কলেজ পরিদর্শনে যান নুসরত জাহান। ইডির তলব নিয়ে সেখানে তার মন্তব্য জানতে চান গণমাধ্যমকর্মীরা।

অভিনেত্রী বলেন, ‘আমি সারা দিন খুব ব্যস্ত ছিলাম। আমার কাছে কোনো কাগজ আসেনি। আমি বাড়ি গিয়ে দেখব। যদি আমাকে ডাকা হয় আমি তদন্তে সব রকম সাহায্য করব।’

ফ্ল্যাট দেওয়ার নামে টাকা নিয়ে সেই টাকায় নিজের ফ্ল্যাট কেনার অভিযোগ রয়েছে নুসরাত জাহানের বিরুদ্ধে। সেই দুর্নীতির তদন্ত করছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা।

ওই অভিযোগ দায়েরের পর নুসরাত জাহান দাবি করেন, তিনি কোনো দুর্নীতিতে যুক্ত নন। যে সংস্থার থেকে টাকা ধার নিয়েছেন বলে অভিযোগ উঠেছে, সেই টাকা তিনি ইতোমধ্যে পরিশোধ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877