স্বদেশ ডেস্ক:
দৈনিক আমাদের সময়ের প্রকাশক অ্যাডভোকেট তাপস মজুমদার আর নেই। একই সঙ্গে তিনি ইংরেজি দৈনিক বিজনেস পোস্টেরও প্রকাশক ছিলেন।
আজ মঙ্গলবার ভোর চারটার দিকে নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মেয়ে শ্রীলা মজুমদার বলেন, ‘ ঘুমের মধ্যেই বাবা হঠাৎ করে মারা যান। তবে গতকাল সোমবার রাত ১২টা থেকে অসুস্থতাবোধ করেন। এরপর রাত দুইটার পর অবস্থা বেশি খারাপ হলে আমরা তাকে হাসপাতালে নেই। সেখানে চিকিৎসক জানান, বাবা আর নেই। আমরা ধারণা করছি, বাবা বাসাতেই মারা গেছেন।’
তাপস মজুমদারের মৃত্যুতে আমাদের সময় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী, নতুন ভিশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ আলী হোসেন, দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন ও উপদেষ্টা সম্পাদক ড. খোন্দকার শওকত হোসেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস. এম. বকস কল্লোলের মৃত্যুর পর চলতি বছরের ১১ জুলাই দৈনিক আমাদের সময়ের প্রকাশক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অ্যাডভোকেট তাপস মজুমদার।
আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ইউনিক গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাপস মজুমদার। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।