শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন

এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ: সাকিব

এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ: সাকিব

স্বদেশ ডেস্ক:

দম ফেলারও সময় নেই সাকিব আল হাসানের, আজ এখানে তো কাল অন্যকোনো জায়গায়। এই যেমন কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টির পর শ্রীলংকায় লংকা প্রিমিয়ার লিগ খেলতে যান তিনি। এরপর এবার দেশে ফিরে ওয়ানডে দলের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও দুই দিনের জন্য দুবাই সফরে গিয়েছেন তিনি। গতকাল সোমবার দেশে ফিরলেও সাকিব এখনও জাতীয় দলের ক্যাম্পে যোগ দেননি। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে উড়ে গিয়েছিলেন বরিশালে। আর সেখানেই বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন, তার স্বপ্নে এখন শুধুই এশিয়া কাপ ও বিশ্বকাপ।

সাকিব বরিশাল জেলার আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতাল আয়োজিত বিনামূল্যে ওষুধ বিতরণ এবং রক্তদান কর্মসূচিতে অংশ নেন। তবে সেখান থেকে দুপুরেই ফিরে আসেন ঢাকায়। সন্ধ্যায় একটি মোবাইল কোম্পানির অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে তার।

 

বিশ্বসেরা অলরাউন্ডার বরিশালে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তার কাছে প্রশ্ন ছিল, ক্রিকেট নিয়ে তার স্বপ্ন কী? এমন প্রশ্নের জবাবে এ অলরাউন্ডার বলেন, ‘এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ। বাকিটা পরে দেখা যাবে।’

তিনি আরও বলেন, ‘এখানে এসে খুবই ভালো লাগছে। বরিশালে খুব একটা আসা হয় না, ক্রিকেটের আন্তর্জাতিক ম্যাচ যেহেতু হয় না। স্বাভাবিকভাবে আসার সম্ভাবনা খুবই কম থাকে। এভাবে আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি শুধু বরিশাল না, পুরো বাংলাদেশের সবাই আমাদের সবসময় সমর্থন দিবে। বরিশালবাসীও অনেক বেশি সাপোর্ট করবে। সামনে যে বিশ্বকাপ ও এশিয়া কাপ আছে ওখানে ভালো করবো।’

এদিকে বরিশালের মানবিক কাজে অংশ নিতে পারায় নিজের ভালো লাগার কথা জানিয়ে সাকিব বলেন, ‘আমার নিজের একটা ক্যান্সার ফাউন্ডেশন আছে। এরকম একটা উদ্যোগের সঙ্গে থাকতে পেরে অনেক ভালো লাগছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877