স্বদেশ ডেস্ক:
২০১১ বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের বিপক্ষে পাকিস্তান হেরে যাওয়ার পর অধিনায়ক শহিদ আফ্রিদির রুমে এসেছিলেন বলিউড সুপারস্টার আমির খান। সম্প্রতি একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাতকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক।
রোববার জিও নিউজ জানায়, আফ্রিদি ওই সাক্ষাতকারে তার ক্যারিয়ারের নানা বিষয়ে আলোকপাত করেন। সেখানেই তার রুমে আমির খানের আসার ব্যাপারটি তুলে ধরেন তিনি।
বুমবুম খ্যাত সাবেক এ অলরাউন্ডার বলেন, ২০১১ বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের সাথে হারার পর আমি রুমে চলে এসেছি। দেখি আমার পিছে পিছে আমির খানও আসলেন। এটা তার সাথে আমার প্রথম সাক্ষাৎ।
আফ্রিদি আরো বলেন, এসেই আমির খান আমার সাথে গল্প শুরু করলেন। বললেন- তোমাদের টিম বিশ্বকাপে দারুণ খেলেছে।
তিনি বলেন, তখন আমাদের সালাম-কুশলের পর ফের আমির খানের সাথে আমার সাক্ষাৎ হয়, মক্কায় পবিত্র ওমরাহর সফরে। তিনি তার মাকে নিয়ে আমার কাছে আসেন। সেখানে মাওলানা তারিক জামিলও ছিলেন। মাওলানা তারিক জামিল আমির খানের সাথে সাক্ষাত করতে চেয়েছিলেন।
আফ্রিদি দাবি করেন- তিনিই মাওলানা তারিক জামিলের সাথে আমির খানের সাক্ষাতের ব্যব্স্থা করেছিলেন। তিনি বলেন, ওই সাক্ষাতে আমির খান মাওলানার কাছে তার সিনেমার জন্য ‘দোয়া’ও চেয়েছিলেন।
এ ব্যাপারে আফ্রিদি আরো বলেন, ওই সময় আমিরের একটি সিনেমা মুক্তির অপেক্ষায়। আমির খান এজন্য মাওলানা তারিক জামিলকে বললেন- আমার সিনেমার জন্য কিন্তু আপনার দোয়া করতে হবে। জবাব দিতে গিয়ে মাওলানা তারিক জামিল বিস্ময়দৃষ্টিতে আমির খানের দিকে তাকান এবং বলেন- আচ্ছা ঠিক আছে।
টিভির এই শোতে আফ্রিদি সালমান খানের সাথে তার সাক্ষাতের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, আমি ও সালমান খান পাক-ভারত সম্পর্কের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ সালমান খানকে সুন্দর একটি মন দিয়েছেন। তিনি খুবই চমৎকার একজন মানুষ।