স্বদেশ ডেস্ক:
রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কালিনিগ্রাদ অঞ্চলে সুখোই-৩০ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সব ক্রু নিহত হয়েছেন। গতকাল শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
তবে যুদ্ধবিমানটিতে কতজন ক্রু ছিলেন-সেই সম্পর্কে মুখ খুলেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুধু বলা হয়েছে, প্রশিক্ষণের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৩৬ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।