স্বদেশ ডেস্ক:
অভিনয়, গান ও নানা ইউটিউব কনটেন্ট দিয়ে আলোচনায় আসেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। মাঝে নাম লেখান রাজনীতিতে। সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে খবরের শিরোনামে হয়েছেন বহুবার। নির্বাচনে হেরে তিনি জানিয়েছেন, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন করবেন না তিনি। এমন কি নিজেকে রাজনীতি থেকেও গুটিয়ে নেওয়ার কথা বলেন হিরো আলম। সময় দিতে চান পুরোনো কাজে।
এবার সে কথাই রাখলেন তিনি। ফিরলেন নিজ ভুবনে। বর্তমানে নতুন গানের শুটিংয়ে ব্যস্ত আছেন হিরো আলম। তার ভাষ্য, ‘আজ নতুন যে গানটায় অভিনয় করেছি, তা প্রবাস জীবন নিয়ে। গানটা গেয়েছেন গগন সাকিব। আমার সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী রিয়া মনি। আশা করি, গানটি সবার ভালো লাগবে। তাছাড়া সামনে বেশ ক’টি সিনেমায় অভিনয় করব। সেগুলো নিয়েও কথা চলছে। কিছুদিনের মধ্যেই “শ্যাম বাজার” সিনেমা শুটিং শেষ করব।’
হিরো আলম আরও বলেন, ‘আমাকে মানুষজন চেনে অভিনয়ের মাধ্যমে। অভিনয়টা নিয়ে থাকতে চাই। কয়েকদিনের মধ্যে আমার “বাদশা দ্যা কিং” সিনেমার মুক্তি তারিখ জানানো হবে। ইচ্ছে আছে, প্রতি মাসে একটা করে সিনেমা মুক্তি দেওয়া।’
নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে কি হয়েছে সে সম্পর্কে আপনারা সবাই কম-বেশি জানেন। এর সব কিছুই তো আপনারা মিডিয়ায় দেখেছেন। এসব নিয়ে আর কথা বলতে চাই না।’
আগামীর ব্যস্ততা প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘দেশ ও দেশের বাইরে বেশ কিছু স্টেজ শো নিয়ে কথা হচ্ছে। চূড়ান্ত হয়ে শোগুলো করব। পাশাপাশি আমার ফাউন্ডেশনে কাজটাও চালিয়ে যাচ্ছি।’