স্বদেশ ডেস্ক:
আরব উপসাগরের একটি গ্যাসক্ষেত্রের মালিকানা নিয়ে ইরানের সাথে তীব্র বিরোধ দেখা দিয়েছে কুয়েত ও সৌদি আরবের। উভয় পক্ষই এর দাবিতে অনড় রয়েছেন।
উত্তেজনার মধ্যেই কুয়েতের তেলমন্ত্রী সাদ আল বারাক রোববার বলেছেন, দুরা গ্যাসক্ষেত্রটির ওপর কুয়েত ও সৌদি আরবের ‘একচেটিয়া’ অধিকার রয়েছে। তিনি এই গ্যাসক্ষেত্রের দাবি যৌক্তিক করতে প্রথমে নিজেদের সমুদ্রসীমা চিহ্নিত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইরান ইতোপূর্বে বলেছিল, এই গ্যাসক্ষেত্রের ওপর তাদের দাবি রয়েছে। তারা গত বছর সই হওয়া সৌদি-কুয়েত চুক্তিকে ‘অবৈধ’ হিসেবে অভিহিত করেছিল।
আল বারাক সৌদি একটি মিডিয়ার সাথে সাক্ষাতকারে এই দাবি করেন।
এদিকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার বলেছেন, বিষয়টি নিয়ে তারা কুয়েতের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।
এদিকে সৌদি আরবও এলাকাটির পূর্ব সীমান্ত চিহ্নিত করার জন্য রিয়াদ ও কুয়েতের সাথে আলোচনা করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে।
১৯৬৭ সালে তেলক্ষেত্রটি আবিষ্কৃত হয়। এতে প্রমাণিত মজুত রয়েছে ২০ ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস।
সূত্র : মিডল ইস্ট মনিটর