স্বদেশ ডেস্ক:
বর্ষাকালে চুলের ওপরও প্রভাব পড়ে স্যাঁতস্যাঁতে আবহাওয়ার। চুল অনেকটা আঠালো হয়ে যায়, অনেক সময় চুল পড়াও বেড়ে যায়। তাই এসময় চুলের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। চুল ভালো রাখার জন্য অনেকে হেয়ার ক্রিম ব্যবহার করেন। চুলে শ্যাম্পু করার আগে বা পড়ে ব্যবহার করতে পারেন এই ক্রিম। তবে বাইরে থেকে না কিনে ঘরেই তৈরি করতে পারেন হেয়ার ক্রিম। চলুন জেনে নেওয়া যাক-
অলিভ অয়েল ও ডিম
২ টেবিল চামচ অলিভ অয়েল এবং ২টি ডিম দিয়ে তৈরি করতে পারবেন এই হেয়ার ক্রিম। সেজন্য একটি পাত্রে প্রথমে অলিভ অয়েল নিতে হবে। এরপর এর সঙ্গে ২টি ডিমের সাদা অংশ মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে যাবে হেয়ার ক্রিম। গন্ধের জন্য এসেন্সিয়াল হেয়ার অয়েল মেশাতে পারেন। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে আপনি এই হেয়ার ক্রিম চুলে লাগিয়ে নিন। সপ্তাহে ১-২দিন ব্যবহার করলেই চুল হবে কোমল ও সুন্দর।
নারিকেল দুধের হেয়ার ক্রিম
১ কাপ নারিকেল দুধ এবং ১ চামচ লেবুর রস দিয়ে তৈরি করতে পারবেন এই হেয়ার ক্রিম। হেয়ার ক্রিমটি তৈরি করার জন্য একটি পাত্রে নারিকেলের দুধ নিন। এরপর তার সঙ্গে পরিমাণমতো লেবুর রস মেশাতে হবে। দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। শ্যাম্পু করার আগে চুলে লাগিয়ে নিন। আধা ঘণ্টা অপেক্ষা করে চুল ধুয়ে নেবেন।
অ্যালোভেরার হেয়ার ক্রিম
সুন্দর চুল পেতে চাইলে আস্থা রাখতে পারেন অ্যালোভেরা দিয়ে তৈরি হেয়ার ক্রিমে। এটি চুলের জন্য বেশ উপকারী। ক্রিমটি তৈরির জন্য প্রয়োজন হবে অ্যালোভেরা জেল, ভিটামিন ই অয়েল এবং সামান্য গোলাপ জল। এই ৩ উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর তা চুলে লাগিয়ে নিন। স্ক্যাল্পেও মাসাজ করুন। আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা অপেক্ষা করে চুলে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।