শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরে এডিপির সর্বোচ্চ ৩৮৮০৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে এলজিইডি বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুবাইয়ে বিদেশীদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশীও সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলের নির্দেশ বহাল ফের আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় উপজেলা নির্বাচন জনগণের সাথে প্রতারণা করার নির্বাচন : রিজভী মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক
মাথা ঢেকে আল-আজহার পরিদর্শনে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি

মাথা ঢেকে আল-আজহার পরিদর্শনে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি

স্বদেশ ডেস্ক:

মিসরের রাজধানী কায়রোতে অবস্থিত বিশ্বখ্যাত ইসলামী বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন। এ সময় তাকে ওড়না দিয়ে মাথা ঢেকে রাখতে দেখা যায়। একইসাথে নীল রঙা ওই কাপড়টি নিজের গায়েও চড়িয়ে দেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার জিল বাইডেন আল-আজহার পরিদর্শন করেন। এ সময় আল-আজহারের প্রধান ড. সালামাহ দাউদের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের একটি সরকারি প্রতিনিধি দল তাকে স্বাগত জানায়।

এর আগে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ভ্রমণের অংশ হিসেবে দুই দিনের জন্য মিসরে যান বাইডেন-পত্নী। পরিদর্শনকালে জিল বাইডেনের সামনে বিশ্বের প্রাচীনতম এই বিদ্যাপীঠের পরিচিতি তুলে ধরা হয় এবং আল-আজহারের গ্র্যান্ড ইমাম ড. শায়খ আহমদ আত-তাইয়িবের পক্ষ থেকে শুভেচ্ছাও জানানো হয়।

জিল বাইডেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মসজিদ প্রাঙ্গণ ও মিম্বর, ফাতিমি ও অটোমান ছাউনি এবং আল-জাওহারিয়া স্কুল ঘুরে দেখেন। তিনি আজহারের শিক্ষার্থীদের সাথে সাক্ষাত করেন এবং শিক্ষা অভিজ্ঞতা নিয়ে তাদের সাথে আলোচনা করেন। ১০৮৩ বছর ধরে ইসলামী শিক্ষা প্রসারের এর ঐতিহাসিক ভূমিকা শুনে অভিভূত হয়ে পড়েন জিল বাইডেন।

আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জিল বাইডেন বলেন, ‘উম্মুদ দুনিয়া তথা পৃথিবীর আদি কেন্দ্রে এটি আমার দ্বিতীয় এবং কায়রো শহরে প্রথম ভ্রমণ। মিসেস আমিরের বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন এবং প্রেসিডেন্টের উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। বিশ্বাস করি, আমরা একে অন্যের ধর্ম সম্পর্কে ধারণা লাভের মাধ্যমে একটি সাধারণ ভিত্তি খুঁজে পেতে পারি এবং সত্য, প্রেম, ন্যায়নিষ্ঠা ও সমাধান লাভের আকাঙ্ক্ষা থেকে আমরা সবাই একত্র হতে পারি।’

কায়রোতে যুক্তরাষ্ট্রের দূতাবাস ফেসবুক পেজে জানায়, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন দুই দিনের সফরে মিসরের কায়রো আসেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফার্স্ট লেডি ইনতিসার আমির। গত বৃহস্পতিবার জিল বাইডেন জর্ডানের যুবরাজ হুসাইন বিন আবদুল্লাহর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আম্মান যান। এরপর সপ্তাহব্যাপী এই ভ্রমণে মিসর হয়ে তার মরক্কো ও পর্তুগাল যাওয়ার কথা রয়েছে।

সূত্র : আল-আহরাম, মিসরাবি ও আল-মিসরি আল ইয়াউম

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877