বুধবার, ০৮ মে ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

প্রেসিডেন্ট বাইডেনের কাছে ৬ কংগ্রেসম্যানের চিঠি: বাংলাদেশের জনগনের ভোটাধিকার রক্ষায় ব্যবস্থা নিন

প্রেসিডেন্ট বাইডেনের কাছে ৬ কংগ্রেসম্যানের চিঠি: বাংলাদেশের জনগনের ভোটাধিকার রক্ষায় ব্যবস্থা নিন

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশে মানবাধিকার রক্ষা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জরুরী পদক্ষেপ বা অ্যাকশন নেবার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহবান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের ৬ সদস্য। তারা প্রেসিডেন্ট জো বাইডেন বরাবর লিখিত চিঠিতে বাংলাদেশে মানবাধিকার লংঘনের বিভিন্ন রিপোর্ট ও তথ্য তুলে ধরেছেন। তারা এর জন্য দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগনের ভোটাধিকার প্রযোগের সুযোগ সৃষ্টি ও সুষ্ঠু নির্বাচন অনুষ্টানে প্রয়োজনীয় অ্যাকশন নেবার আহবান জানিয়েছেন তারা। গত ২৫ মে প্রেসিডেন্ট বাইডেনকে লেখা চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেসম্যান স্কট পেরি (পেনসিলভানিয়া),বেরি মুর (আলাবামা), ওয়ারেন ডেভিডসন (ওয়াহিও),বব গুড (ভারজেনিয়া), টম বারচেট (টেনাসি) ও কিথ সেল্ফ               ( টেক্সাস)।

বাইডেনের প্রতি এই চিঠি লেখায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। তিনি এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের তথাকথিত বিরোধী দলের সদস্যরা লবিং করে ৫/৬ জন কংগ্রেসম্যানকে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বরাবর চিঠি লিখিয়েছে।দেশ বিরোধীরা বোকার স্বর্গে বাস করছেন। তাদের আবেদনে বাইডেন প্রশাসন ১৭ কোটি মানুষের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিতে পারবে না। যারা কংগ্রেসম্যানদের দিয়ে বাইডেনকে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিতে আবেদন করেছে তারা দেশের ও জনগনের শত্রু।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877