মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

ভারতে ফিল্ম ফেস্টিভ্যালে স্বীকৃতি পেল বাংলাদেশের ‘ণাঋ’

ভারতে ফিল্ম ফেস্টিভ্যালে স্বীকৃতি পেল বাংলাদেশের ‘ণাঋ’

স্বদেশ ডেস্ক:

ভারতে ১৩তম দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের শর্ট ফিল্ম বিভাগে ‘ণাঋ’ ছবিটির জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেলেন বাংলাদেশের মোহাম্মাদ আরাফাতুর রহমান। পহেলা মে ফেস্টিভ্যালের চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

স্বীকৃতি পেয়ে আরাফাতুর রহমান বলেন, রেবেকা সুলতানা প্রযোজিত ২৬ মিনিট ৪৫ সেকেন্ডের এই নির্বাক ছবিটি বিশ্বখ্যাত একটি আসরে সমাদৃত হওয়ায় ছবিটির পুরো টিম ভীষণভাবে গর্বিত। উপমহাদেশের নারীর প্রতি সমাজের চিরায়ত অবিচার ও উদাসীনতাকে নাড়িয়ে দেয়াই আমার ছবির উদ্দেশ্য।

পরিচালক মোহাম্মদ আরাফাতুর রহমানের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘ণাঋ’ এই উপমহাদেশের সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর কিছু বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ হয়েছে। ছবিটি নারীর স্বাধীনতা, নিরাপত্তা এবং অধিকারের একটি প্রতিচ্ছবি যা যুগ যুগ ধরে সমাজে আবর্তমান নারী চরিত্রগুলির মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে।

এক্সপেরিমেন্টাল ঘরানার এই ছবিটিতে বাংলাদেশের সাদিয়া ইসলাম মৌ ও প্রীতিলতা নূরসহ কলকাতার সুভলিনা সেন, দেবলীনা সেন চন্দ্র এবং দেবলীনা রায় অত্যন্ত সাহসী ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া দুটি পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ভারতের জয় বাদলানি ও দীপ মিত্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877